Top

রাজবাড়ীতে ১ হাজার পিছ ইয়াবাসহ আটক ২

০৫ জুন, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
রাজবাড়ীতে ১ হাজার পিছ ইয়াবাসহ আটক ২
মিঠুন গোস্বামী,রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (০৪ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ মোড় এলাকাস্থ আল মদিনা হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার হামিরদী এলাকার মো. জসিমের স্ত্রী সুমি আক্তার কাজল (২৭), ও মাদারীপুর জেলার রাজৈর থানার বদরপাশা এলাকার আলতাফ সিপাহীর ছেলে ইমরান সিপাহী (৩০)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম রাজবাড়ী সদর  থানাধীন গোয়ালন্দ মোড় এলাকাস্থ রাজবাড়ী টু ফরিদপুরগামী পাকা রাস্তার উত্তর পাশে আল মদিনা হোটেলের সামনে থেকে সুমি আক্তার কাজলের কাছ থেকে ৬০০(ছয়শত) পিছ ইয়াবা ও ইমরান সিপাহীর কাছ থেকে ৪০০(চারশত) পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার