Top

ইতিহাস গড়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্বত চূড়ায় ১০ নেপালি

১৭ জানুয়ারি, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
ইতিহাস গড়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্বত চূড়ায় ১০ নেপালি

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত চূড়া কে-২ জয় করেছেন একদল নেপালি পর্বতারোহী। ইতিহাসে প্রথমবারের মতো শীতকালে এই রেকর্ড গড়তে সক্ষম হন তারা।

শনিবার স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে পর্বতারোহীদের দশ জনের ওই দল হিমালয়ের চূড়াটির শীর্ষে পৌঁছাতে সক্ষম হন। খবর বিবিসির।

অভিযান দলটির সদস্য নির্মল পূরজা কে-২ জয়ের ছবি টুইটারে শেয়ার করার পর বিষয়টি নিশ্চিত করেছে পর্বতারোহীদের সংগঠন সেভেন সামিট ট্রেকস।

টুইটারে পোস্টে নির্মল পূরজা লেখেন, ‘অসম্ভব সম্ভব হয়েছে। মানুষ ইতিহাস গড়েছে। এই জয় নেপালেরও ইতিহাস!’

পাকিস্তান-চীন সীমান্তে অবস্থিত কে-২ চূড়াটি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাভারেস্টের চেয়ে ২০০ মিটার কম উচ্চতার।

শীতকালে ৮ হাজার ৬১১ মিটারের চূড়াটি দুর্গম হয়ে ওঠায় এর আগে কোনো পর্বতারোহী সেখানে পৌঁছাতে পারেননি। এ কারণে শীতকালে চূড়াটি জয়ের চেষ্টা পর্বতারোহীদের জন্য অন্যতম লক্ষ্য ছিল।

বিশ্বে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত চূড়া রয়েছে ১৪টি। নেপালি দলটির আগে কেউ কে-২ এর ৭ হাজার ৬৫০ মিটারের বেশি উচ্চতা অতিক্রম করতে পারেননি।

প্রথমবার কে-২ জয়ের দিনেই চূড়াটিতে অভিযানে যাওয়া আরেক পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সারগি মিনগোট নামে ওই পর্বতারোহী স্পেনের বাসিন্দা ছিলেন। তিনি মাউন্ট অ্যাভারেস্টসহ ৮ হাজার মিটারের উপরে সাতটি সর্বোচ্চ চূড়া জয় করেছিলেন।

শেয়ার