Top

অতিরিক্ত ধান মজুতের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

০৬ জুন, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ
অতিরিক্ত ধান মজুতের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুতের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর ও নয়ানগর এলাকায় এই অভিযানে জরিমানা করা হয়।

এসময় ৬১৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৮১ মেট্রিক টন আতব চাল অতিরিক্ত মজুতের দায়ে আতাহার-নয়ানগর এলাকার মেসার্স গ্রামীণ এগ্রো অটো রাইস মিলকে মোট ১ লাখ ৪০ হাজার এবং ৩১৯ মেট্রিক টন সিদ্ধ চাল অতিরিক্ত মজুতের দায়ে আতাহার-বুলনপুরের মেসার্স রেজা এন্ড সন্স এর অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ, মো. রুহুল আমিন শরিফ ও মিঠুন মৈত্র। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুল হাছান।

মেসার্স গ্রামীণ এগ্রো অটো রাইস মিলের সিদ্ধ চাল ইউনিটে অতিরিক্ত ৬১৯ মেট্রিক টন মজুতের অপরাধে ১ লাখ ২০ হাজার ও আতব চাল ইউনিটে ৮১ মেট্রিক টন অতিরিক্ত মজুত করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় মালিক আমিনুল ইসলামকে। অন্যদিকে, মেসার্স রেজা এন্ড সন্স অটো রাইস মিলে ৩১৯ মেট্রিক টন সিদ্ধ চাল অতিরিক্ত মজুত করার দায়ে মিল মালিক বাদশা হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুল হাছান মুঠোফোনে জানান, মজুত করা অতিরিক্ত ১০১৯ মেট্রিক টন চাল ৩ দিনের মধ্যে নায্যমূল্যে বাজারজাত করতে নির্দেশ দেয়া হয়েছে দুই মালিককে। ধান-চাল মজুত বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার