সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় লাইসেন্স ছাড়া চালকল (রাইস মিল) চালানোর অভিযোগে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ উজ্জ্বল হোসেন এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী বাজারে দীর্ঘদিন ধরে ভাই ভাই সেমি রাইস মিল লাইসেন্স ছাড়াই
চালানো হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে মিলের মালিক আলিমুদ্দিনকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম তালুকদার ও মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।