Top
সর্বশেষ

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত১

০৬ জুন, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত১
সিরাজগঞ্জ প্রতিনিধি :

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া নামক স্থানে সোমবার দুপুরে সড়ক দূর্ঘটনায় খলিল প্রামানিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত খলিল মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া খানপাড়া গ্রামের মৃত কাজেম প্রামানিকের ছেলে। খলিল প্রামানিক মানসিক ভারসাম্যহীন ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মানসিক ভারসাম্যহীন পথচারী খলিল সোমবার (৬ জুন) দুপুরে হামকুড়িয়া এলাকায় মহাসড়ক পাড় হচ্ছিলেন। এসময় অজ্ঞাত গাড়ির চাপায় মুখ-মণ্ডল ও শরীর ক্ষতবিক্ষত হয়ে রাস্তায় পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাটিকুমুরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে স্বজনরা থানায় এসে পরিচয় সনাক্ত করে লাশ নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ার