Top
সর্বশেষ

রাজধানীতে স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

১৭ জানুয়ারি, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
রাজধানীতে স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

রাজধানীর খিলগাঁওয়ে আয়ুব আলী নামের ৫০ বছর বয়সী এক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গণধর্ষণে সহায়তাকারীর ভূমিকা পালন করার অভিযোগ পাওয়া গেছে। স্ত্রী ২৫ বছর বয়সী শীলা আক্তার (ছদ্মনাম) অভিযোগে উল্লেখ করেন, স্বামীর বন্ধু কালু (৩৫) সহ ৫ জন মিলে তাকে পালাক্রমে গণধর্ষণ করেছেন। এই ঘটনায় সহযোগীতার অভিযোগে খিলগাঁওয়ের ওই বাসা থেকে কিছুক্ষণ আগে ৩ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। অন্য অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় ধর্ষণের মামলা রুজু করা হচ্ছে। ভিক্টিমের মেডিকেল টেস্ট করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার সতত্যা মামলা তদন্ত করলেই বের হয়ে আসবে। মামলার মূল আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শেয়ার