Top
সর্বশেষ

কুড়িগ্রামে ৮দিনেও গ্রেপ্তার হয়নি বাপ্পীর খুনের খোকন

০৭ জুন, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে ৮দিনেও গ্রেপ্তার হয়নি বাপ্পীর খুনের খোকন
শফিকুল ইসলাম বেবু,কুড়িগ্রাম :

কুড়িগ্রামে চাঞ্চল্যকর বিড়ি শ্রমিক ও অনার্স শিক্ষার্থী বাপ্পী হত্যাকারী খোকন ইসলামকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে পুরাতন শহর থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে দু’দফায় মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন নিহত বাপ্পীর মা বিউটি বেগম, চাচা খালেকুল ইসলাম, ছোট ভাই বেলাল হোসেন, প্রতিবেশী কালাম, স্বপ্না প্রমুখ।

বক্তারা বলেন, ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও খুনি খোকন ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে সংসারে একমাত্র কর্মক্ষম সন্তানের মৃত্যুর পর চোখে অন্ধকার দেখছে পরিবারটি। খুনি প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাকে গ্রেফতারে পুলিশ গড়িমশি করছে বলে অভিযোগ করা হয়। মানববন্ধনে অবিলম্বে খুনি খোকন ইসলামকে গ্রেফতার করার দাবী জানানো হয়।

উল্লেখ্য গত ৩০ মে বিকেলে কুড়িগ্রাম পুরাতন রেল স্টেশন সংলগ্ন জলিল বিড়ি ফ্যাক্টরীতে কাজ ভাগাভাগি নিয়ে খোকন ইসলাম নামে এক শ্রমিক কাগজ কাটার কাচি দিয়ে কারখানার ভিতরে সহকর্মী বাপ্পীর মাথার পিছনে ঘারে আঘাত করে। এতে অতিরিক্ত রক্ষক্ষরণে মৃত্যু হয় বাপ্পীর। ঘটনার পরদিন ৩১ মে বাপ্পীর মা বিউটি বেগম খোকন ইসলামকে বাদী করে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার ৮দিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্ত খোকন ইসলামকে গ্রেপ্তার করতে না পারায় বাপ্পীর স্বজন ও প্রতিবেশীরা সড়ক অবরোধসহ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি চালিয়ে আসছে।

নিহত মাঈদুল ইসলাম বাপ্পী পৌরশহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে ও মজিদা আদর্শ ডিগ্রী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। নিহত মাঈদুল ইসলাম অনার্সে লেখাপড়ার পাশাপাশি বিড়ি কারখানায় শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত খোকন একই এলাকার মৃত বোবা নজিরের পুত্র। তারা দুজনই কুড়িগ্রাম-২ আসনের স্থানীয় সংসদ পনির উদ্দিন আহমেদের জলিল বিড়ি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, ঘটনার পরপরই আসামী খোকন পালিয়ে যায়। আমরা তাকে ধরার জন্য বিভিন্ন ইউনিটকে দায়িত্ব দিয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।

শেয়ার