গাইবান্ধা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আ’লীগ) মো. মতলুবর রহমান ও সুন্দরগঞ্জ পৌরসভায় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধায় মো. মতলুবর রহমান ১২ হাজার ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. আনওয়ার উল সরওয়ার সাহিব পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর পেয়েছেন ৭ হাজার ৩০১ ভোট। এছাড়া সংরক্ষিত মহিলা ও কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন- ১,২, ৩ নং ওয়ার্ডে আফরোজা খানম মিতা, ৪,৫, ৬ নং ওয়ার্ডে মমতা সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন, ১নং ওয়ার্ডে শেখ শাহীন, ২নং ওয়ার্ডে মহিউদ্দিন আহমেদ রিজু, ৩নং ওয়ার্ডে কামাল হোসেন, ৪নং ওয়ার্ডে রকিবুল হাসান সুমন, ৫নং ওয়ার্ডে আব্দুস সামাদ রোকন, ৬নং ওয়ার্ডে শহিদ আহমেদ, ৭নং ওয়ার্ডে আবু বকর সিদ্দিক স্বপন, ৮নং ওয়ার্ডে আসাদুজ্জামান হাসু ও ৯নং ওয়ার্ডে হুমায়ন কবির স্বপন।
এদিকে সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু ভোট পেয়েছেন ২ হাজার ৭০৪। তার নিকটতম প্রার্থী নৌকা সমর্থিত বর্তমান মেয়র আব্দুল্লাহ আল মামুন ভোট পেয়েছেন ২ হাজার ৫শ’ ৫৮।
সংরক্ষিত আসনের মহিলা ও কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন- ১,২,৩ ওয়ার্ডে রুবিয়া বেগম, ৪,৫,৬ ওয়ার্ডে রত্না রানী ও ৭,৮,৯ ওয়ার্ডে মনোয়ারা বেগম, ১নং ওয়ার্ডে মো. ছামিউল ইসলাম, ২নং ওয়ার্ডে মো. মাজেদুর রহমান প্রামানিক রুনু, ৩নং মওয়ার্ডে মো. জামিউল ইসলাম জমু, ৪নং ওয়ার্ডে মো. মাহবুর রহমান, ৫নং ওয়ার্ডে মো. মশিউর রহমান বিল্পব, ৬নং ওয়ার্ডে লাবলু মিয়া, ৭নং ওয়ার্ডে মো. শাহীন মিয়া, ৮নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান ও ৯নং ওয়ার্ডে বাবলু কুমার সরকার।