Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

বইমেলার জন্য তিনটি তারিখ প্রস্তাব করবে বাংলা একাডেমি

১৭ জানুয়ারি, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
বইমেলার জন্য তিনটি তারিখ প্রস্তাব করবে বাংলা একাডেমি

ভার্চুয়াল নয়, বরং সরাসরিই হবে অমর একুশে বইমেলা। তবে এখনও নির্ধারিত হয়নি তারিখ। প্রধানমন্ত্রীর কাছে তিনটি সম্ভাব্য তারিখ প্রস্তাবনা করবে বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়। তারিখ তিনটি হলো ২০ ফেব্রুয়ারি, ৭ই মার্চ ও ১৭ই মার্চ।

রবিবার (১৭ জানুয়ারি) প্রকাশকদের সঙ্গে বৈঠক শেষে এক বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

রবিবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে সকাল ১১টা থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক দুপুর ১টা পর্যন্ত চলে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠানে পিছিয়ে গেছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে আমরা ভাবছিলাম কিভাবে বইমেলা করা যায়। সে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কোভিডের সেকেন্ড ওয়েব শুরু হওয়ার কারণে আমরা তা করতে পারিনি। কোভিড নিয়ন্ত্রণে আসলে বা ভ্যাকসিন দেওয়া শুরু হলে কিভাবে দ্রুততম সময়ে বইমেলা শুরু করতে পারি সে ব্যাপারে আজ আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বইমেলা সরাসরি হবে, ভার্চুয়াল নয়। সময়টা এখনও আমরা নির্ধারণ করতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনটি সম্ভাব্য তারিখসহ একটি উন্মুক্ত প্রস্তাবনা প্রধানমন্ত্রী বরাবর পাঠাবো। তারিখ তিনটি হলো ২০ ফেব্রুয়ারি, ৭ই মার্চ ও ১৭ই মার্চ৷

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার