Top
সর্বশেষ

গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৮ জুন, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী গ্রামের চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া বাজার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ রুবেল (৩২) ও নারায়ণগঞ্জ জেলা সদরের মিজমিজি পূর্বপাড়া গ্রামের মোঃ আমিনুল হকের ছেলে মোঃ আরিফ শেখ (৩৩)।

র‌্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী গ্রামের চামড়া গুদামের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ নগদ ১ হাজার ৫০ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার