Top
সর্বশেষ

বাজেট ঘোষণার জন্য সংসদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী

০৯ জুন, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
বাজেট ঘোষণার জন্য সংসদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী

বাজেট ঘোষণার জন্য গুলশানের বাসভবন থেকে সংসদ ভবনের দিকে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করবেন তিনি। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনের জন্য গুলশানের বাসভবন হতে সংসদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি বর্তমান সরকারের ২২তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাতকে

বিপি/এএস

শেয়ার