Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

০৯ জুন, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের জুন মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন শাহ লুহিনের সভাপতিত্বে ও ইউএনও রাশিদা আক্তারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

একইদিনে উপজেলা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধ, সার ও বীজ মনিটরিং কমিটি, উপজেলা আইসিটি ও ইউডিসি কমিটি এবং উপজেলার সার্বিক সমস্যা চিহ্নিত ও করণীয় নির্ধারণ বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আসন্ন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে করণীয় বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি কামাল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিকগণ।

বিপি/এসকে

শেয়ার