অর্ধ বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মিলনের।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর সোয়া একটার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল সড়কে মাস্টার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় জীবন দিতে হলো তাকে।
মিলন পীরগঞ্জ পৌর শহরের পশ্চিম রঘুনাথপুর মহল্লার রফিকুল ইসলামের ছেলে। জনতা ঘাতক ট্রাকটিকে শহরের জেডি ফিলিং স্টেশনে আটক করেছে।
দুর্ঘটনার পরে বিক্ষুদ্ধ জনতা পীরগঞ্জ-রানীশংকৈর সড়কে অবস্থান নিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে ও ট্রায়ার জ্বালিয়ে এবং বাঁশের বেরিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে দুপুর সোয়া একটা থেকে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলের অর্ধ বার্ষিক পরীক্ষা শেষে মিলন বাইসাইকেল যোগে বাড়ি ফির ছিল। এসময় পীরগঞ্জ থেকে রাণীশংকৈলগামী মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-০৩৯৫) তাকে ধাক্কা দেয়। এতে মিলন ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সততা স্বীকার করে পীরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।