আগামী ২০২২-২৩ সালের প্রস্তাবিতে বাজেটে উড়োজাহাজ আমদানি করতে আগাম কর না রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান।
মুস্তফা কামাল বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক উড়োজাহাজ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করছি। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে করভার কমানোর লক্ষ্যে এই প্রস্তাব পেশ করা হয়।