দিনাজপুর-রংপুর মহাসড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় ১ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী বাজারে দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ড্রাইভার পাড়া গ্রামের মৃত্যু আতা আলীর ছেলে আমিন ইসলাম (৪৮) ও আলোকডিহি গ্রামের যোগেস চন্দ্র রায়ের ছেলে মাধব মালী সনু (৪৫)। গুরুতর আহত মোছাঃ মেরিনা বেগম(৩৫)।
স্থানীয়রা জানায়, বিকেলে রানীরবন্দর বাজার থেকে চাম্পাতলি বাজারে দুজন যাত্রী নিয়ে আসছিলো একটি চার্জার ভ্যান। এসময় চাম্পাতলি বাজারে এসে দাড়ালে একটি বেপরোয়া গতির বালুবাহী ড্রামট্রাক দাড়িয়ে থাকা চর্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলে ১ যাত্রীসহ ভ্যান চালক নিহত হন এবং ভ্যানের অপর দিকে থাকা আরেক যাত্রী গুরুত্বর আহত হন। পরে আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ মাসুদ রানা ঘটনার সতত্যা নিশ্চিত করেন।