ভারতীয় বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং দোষীদের ফাসিঁর দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নীলফামারীতে কয়েকটি ইসলামিক সংগঠন ও মুসলিম জনতার আয়োজনে শহরের ট্রাফিক মোড় পয়েন্টে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় হাজারো মুসলিম জনতার মিছিল ও বিক্ষোভের কারণে কিছুটা যানজটের সৃস্টি হয়।
নেতৃবৃন্দরা বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে ভারতীয় রাষ্টদূতকে ডেকে এনে প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান।
তারা ভারতীয় সকল প্রকার পণ্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী নুপুর শর্মাসহ সকল অপরাধিকে দ্রুত গ্রেপ্তারের করে ফাঁসির দাবী জানান। অন্যতায় তৌহিদি জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরো জোরদার করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
বিপি/এসকে