গোপালগঞ্জের কোটালীপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে হেয়প্রতিপন্ন কারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু।
শনিবার (১১ জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার একটি চাইনিজ রেষ্টুরেন্টে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে বিগত ৫ বছরের এলাকায় ব্যপক উন্নয়ন করেছি। আমার নিজ অর্থায়নে দেবগ্রামে “উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনিন উচ্চ বিদ্যালয়ের ২০জন শিক্ষক কর্মচারীদের ২০০৮ সালে থেকে বেতন ভাতা
দিয়ে আসছি।
তিনি আরো বলেন, আমি আমার সামাজিক রাজনৈতিক কর্মকান্ড গতিশীল করার জন্য আগামীতে কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করার উদ্যোগে কাজ শুরু করলে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যেমে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বনোয়াট সংবাদ প্রচার করেছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখান করছি। এই কুচন্দ্র মহল যদি আমাকে নিয়ে নগ্ন খেলায় মেতে ওঠে তাহলে আমি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
এ সংবাদ সম্মেলনে এলাকা গণ্যমান্য ব্যক্তি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রেনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।