Top

শরীয়তপুর জাজিরা প্রান্তে পদ্মায় চলন্ত ফেরিতে আগুন

১১ জুন, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
শরীয়তপুর জাজিরা প্রান্তে পদ্মায় চলন্ত ফেরিতে আগুন
শরীয়তপুর প্রতিনিধি :

পদ্মায় বেগম রোকেয়া নামে চলন্ত ফেরিতে আগুন লেগে কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১১ জুন) সকালের দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিকান্দি চ্যানেলে প্রবেশ করতেই আগুনের সূত্রপাত হয়। এর আগে ভোর পৌনে ৫টায় ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দির উদ্দেশে ছেড়ে যায়।

স্থানীয় ভাবে যনাযায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরিটি মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করতেই লেলিহান শিখা চোখে পড়ে। ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেরির চালক দ্রুত চালিয়ে নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেয়।

এ ব্যাপারে ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, ক্যান্টিনের পাশে কেবিনের ওপরের সিটে আগুন লাগে। এতে ফেরির ওই কেবিনটির বিছানা, সিলিং দরজা ও কেবিনের বাইরের সিলিং ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় কেবিনে কেউ ছিল না। দরজা খুলতেই আগুন বাইরে চলে আসে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, চলন্ত বেগম রোকেয়া ফেরির একটি তালাবদ্ধ কেবিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুণ নিয়ন্ত্রণ করা হয়। ফেরিটি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে।

তিনি আরও জানান, ওই ফেরিতে ৪০টি যান এবং বেশকিছু যাত্রী ছিল। সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। ফেরি সার্ভিস স্বাভাবিক রয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

শেয়ার