Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বাক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

১২ জুন, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বাক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ধরইল গ্রাম থেকে শনিবার বিকেলে আকুল ইসলাম (১৯) নামে বাক ্ধসঢ়;‌প্রতিবন্ধী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ‌প্রতিবন্ধী আকুল ধরইল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ও উপজেলার বনানী প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ছিল।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ বসত ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে বিকেলেই ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

শেয়ার