Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

পিছিয়ে পড়া মানুষের পাশে ইউএনও মাহবুবুর রহমান

১৩ জুন, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
পিছিয়ে পড়া মানুষের পাশে ইউএনও মাহবুবুর রহমান
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

এক বছর পূর্বে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নির্বাহী অফিসার হিসাবে নতুন কর্মস্থলে এসেছেন মোঃ মাহবুবুর রহমান। তিনি চিলমারীতে যোগদান করে উন্নয়নের ধারা এগিয়ে নেয়ার সাথে সাথে পিছিয়ে পড়া শিক্ষার্থীসহ জনগোষ্টি নিয়ে শুরু করেন পরিকল্পনা।

পরিকল্পনা মোতাবেক উপজেলা চেয়ারম্যানের সহযোগীতায় এগিয়েও যাচ্ছেন বিভিন্ন সংস্থা ও সংগঠনকে সাথে নিয়ে। উপজেলা নির্বাহী অফিসারের মানবিক সহায়তা বক্সের সুফল পাচ্ছেন জনসাধারণ, দরিদ্র পরিবার ও মেধাবী শিক্ষার্থীরাও।

শুধু তাই নয় এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি। জেলা প্রশাসকসহ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিসহ সকল স্থরের মানুষ নিয়ে উপজেলাকে একটি মডেল উপজেলা এবং পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নিতে পরিকল্পনাসহ শুরু করেছেন বিভিন্ন কার্যক্রম। যোগাদানের খুব অল্প সময়ের মধ্যে সর্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ও উদার মনের ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন। ইতি মধ্যে তিনি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা উন্নয়ন তহবিল খুলে সকলকে অবাক করে হাসি ফুটে তুলেছেন পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের মুখে।

ইতি মধ্যে উক্ত তহবিল থেকে গরীব, মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদানও শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া বেশিকিছু শিক্ষার্থীদের ভর্তিসহ বৃত্তির ব্যবস্থাও করেছেন তিনি। কোন অসহায় ভিক্ষুক, দরিদ্র কোন ব্যাক্তি যে কোন বিষয় নিয়ে অফিসে আসলে তিনি প্রথমে কাছে ডেকে বসতে বলেন, এবং হাসি মুখে তাদের কথা ও দাবি বা অভিযোগ গুলো শুনেন এবং সাধ্যমতে ব্যবস্থা গ্রহণ করেন। ইতি মধ্যে তিনি পিছিয়ে পড়া বেশকিছু অসহায় মানুষকে সরকারী ঘর প্রদান করে তাদের মুখেও হাসি ফুটে তুলেছেন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্টির পাশে দাঁড়ানোসহ দিয়েছেন সহযোগীতার হাত বাড়িয়ে।

জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান এ উপজেলায় যোগদানের কয়েক মাস পড় শুরু হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে সুশৃংখলভাবে শিক্ষার্থীসহ সকল স্থরের মানুষের মাঝে করোনা টিকা প্রদান করার ব্যবস্থা গ্রহন করেন। উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রকৃত মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম কোনো ধরনের ঝামেলা বিহীনভাবে সম্পন্ন করেছেন। আলোকিত চিলমারী গঠনেও শুরু করেছেন কার্যক্রম। ইতি মধ্যে বেশকিছু এলাকা ভিত্তিক দ্ব›দ্ধ ও সমস্যা সমাধান করেও সুনাম অর্জন করেছেন।

এছাড়াও উপজেলা বিভিন্ন সংস্থা ও সংগঠনকে কাজে লাগিয়ে তাদের সহযোগীতায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার পাশাপশি পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নিতেও কাজ শুরু করেছেন। কথা হলে মেধাবী কল্যাণ সংস্থার সভাপতি নুরুল আলম বলেন, আমরা ইতি পূর্বে প্রশাসনের সরাসরি সহযোগী পাইনি বর্তমান নির্বাহী অফিসার যোগদানের পর আমাদের সাথে নিয়ে পরামর্শসহ বিভিন্ন সহযোগীতার মাধ্যমে সংস্থা গুলোর প্রাণ ফিরিয়ে দিচ্ছে। জেলা প্রশাসকসহ উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, সকল দপ্তরসহ রাজনৈতিক নেতাদের সহযোগীতায় চিলমারীতে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। এসময় তিনি সকলের সহযোগীতাও কাম্য করেন।

শেয়ার