প্রায় ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন। আগামি বুধবার (১৫ জুন) ভোট গ্রহণ করা হবে। তবে ইভিএম-এ ভোট নিয়ে শঙ্কায় এই ইউনিয়নের ভোটারগণ। ইভিএমে ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরাও। তাদের অভিযোগ ইভিএম-এ ভোট হলে ফলাফল পাল্টে দেওয়ার আশঙ্কা আছে।
এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোট নিয়ে শঙ্কা থাকলেও, ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ নির্বাচন। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ও পুলিশ।
এই ইউনিয়নের ভোটার সুমনা সিকদার জানান, শুনছি ইভিএম-এ ভোট হবে। জানিনা ভোট সুষ্ঠু হবে কিনা, আমরা কোনো মারামারি বা বিশঙ্খলা চাই না। সুন্দর পরিবেশ চাই। যাতে কেন্দ্রে গিয়ে আমাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারি।
ইউনিয়নের মাঝারডাঙ্গা গ্রামের বাসিন্দা ফরহাদ রেজা বলেন, এই ইউনিয়নে প্রায় ১১ বছর নির্বাচন হয় না। অনেক দিন পর ভোট দিতে পারবো। কোনো ঝামেলা চাই না, পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। তারপরও পুলিশের ব্যাপক তৎপরতা চোখে পড়ছে। ভোটটা শান্তিপূর্ণ হলে ভোট দিতে যাবো।
ঢাকাইয়া পাড়ার তরুণ ভোটার ফরিদ বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে শঙ্কায় আছি, ভোট গ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল থাকে কিনা, তা নিয়ে শঙ্কায় আছি।’ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব কি না সেটা বলতে পারছিনা। এবার ভোট হবে ইভিএমে, আগে তো কখনো ইভিএমে ভোট দেইনি এবার প্রথম, ইভিএমে ভোট টা ভালো করে দিতে চাই।
৩নং খোকশাবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রশান্ত রায় (নৌকা), আশাফদৌল্লাহ সিদ্দিকী খোকন (চশমা), মাসুদ রানা (টেলিফোন), মাধব রায় (টেবিল ফ্যান), মনজুরুল রহমান মন্জু (ঘোড়া), সবদের রানা মাসুদ (আনারস), তৌহিদুল ইসলাম (মোটরসাইকেল), পঙ্কজ রায় (অটোরিক্সা), আজাদ (হাতপাখা)।
নীলফামারী সদর থানার ওসি মো: আব্দুর রউফ বলেন, প্রার্থীদের শঙ্কার কোনো কারণ নেই। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ভোটকেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
নীলফামারী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ইভিএমে সুষ্ঠু ভোট হবে, এটা নিয়ে বলার কিছু নেই। ইভিএমে শতভাগ সুষ্ঠু ভোট হয়। ইভিএম নিয়ে যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ১৫ তারিখ।
তিনি আরো বলেন, ভোটগ্রহণের জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ভোট গ্রহণে নিয়োজিতরা যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, এ জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী আগের দিনই কেন্দ্রে পাঠানো হবে। ‘প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা প্রচারের সমান সুযোগ পেয়েছেন। নির্বাচনের দিন পর্যন্ত সবাই সমান সুযোগ পাবে। কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।