ট্রেনের ধাক্কায় রংপুরে আব্দুল করিম নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার দুপুরে নগরীর বীরভদ্র বালাটারি রেল ক্রসিংয়ের এই ঘটনা ঘটে। তার বাড়ি নগরীর সাতমাথা খাসবাগ এলাকায় বলে রেল পুলিশ জানায়।
রংপুর জিআরপি পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরে আসছিল।
এসময় আব্দুল করিম রেল ক্রসিং পার হবার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।