Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

বউ বাড়িতে ফিরে না আসায় শ্বশুরকে অপহরণ

১৪ জুন, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
বউ বাড়িতে ফিরে না আসায় শ্বশুরকে অপহরণ
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

অভিমানি বউ বাড়িতে ফিরে না আসায় রাগে ক্ষোভে শ্বশুরকে অপহরণ করে জামাই। পরে পুলিশ অভিযান চালিয়ে আহত অবস্থায় শ্বশুরকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেয়ে সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়-আলমপুর ইউনিয়নের আকুবের পাড়ায়। আহত শ্বশুরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক অনন্ত সরকার জানান,৪ মাস আগে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের আকুবের পাড়া গ্রামের সোবহান আলীর পুত্র রাকিবুল ইসলামের সাথে ছোট রসুলপুর গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদীনের মেয়ে তাসনিম বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলে আসছিল। বিয়ের দেড় মাস পর তাসনিম রাগ করে তার বাবার বাড়ি চলে আসে।

রাকিবুল বিভিন্ন মাধ্যমে তাসনিমকে তার বাড়িতে আসতে বলেন। তাসনিম জানান, তার শ্বশুর-শ্বাশুড়ী তাকে নিতে না আসা পর্যন্ত বাবার বাড়ি ছেড়ে কোথাও যাবেনা। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে তাসনিমসহ তার বাবা জয়নাল আবেদীন ও ভাই মশিউর রহমানকে বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছিল।

এর এক পর্যায়ে সোমবার রাতে রাকিবুল তার লোকজন নিয়ে খালাশপীর হাটে এসে শ্বশুর জয়নাল আবেদিনের ব্যবসা প্রতিষ্টানের সামনে অবস্থান নেন। এর পর শ্বশুর জয়নাল আবেদীন মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় জামাই রাকিবুল ও তার লোকজন মুখে গামছা পেঁচিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী তাৎক্ষণিক ভাবে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহযোগীতা চাইলে রাতেই পীরগঞ্জ থানা পুলিশ অপহৃত জয়নালকে রাত ১২টার দিকে একটি নির্জন স্থান থেকে আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পীরগঞ্জ থানার ওই উপ-পরিদর্শক জানান, স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপাওে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এঘটনায় জয়নাল আবেদীনের ছেলে মশিউর রহমান বোন জামাই রাকিবুলের নামে পীরগঞ্জ থানায় একটি মামলা করেছে।

শেয়ার