৯০ বছর বয়স আছিয়া খাতুনের। বয়সের ভারে কুজো হয়ে পড়েছেন। ঠিক মতো হাঁটাচলাও করতে পারেন না। তবু ভোটের আমেজে ঘরে বসে থাকেননি। এ ছাড়ার ইভিএমে কিভাবে ভোট হয় তা নিয়ে কৌতুহলের অবসান করতেই কুজো অবস্থায় গুড়ি গুড়ি পায়ে দুই কিঃমিঃ হেটে এসে ইউপি নির্বাচনে ভোট দিয়েছেন।
বুধবার (১৫ জুন) সপ্তম ধাপের ইউপি নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকার রসুলপুর আব্দার হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্যের দেখা মেলে।
৯০ বছর বয়সী আছিয়া খাতুন প্রায় দুই কিলোমিটার একা একা কুজো অবস্তায় হেটে এসে ইভিএমে ভোট দেন।
জন্মের সালটা কোন রকম মনে থাকলেও মাস বা তারিখটা মনে নেই। তার জন্ম ১৯৩২ সালে। বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সফিরহাট রসুলপুর গ্রামে।
আছিয়া খাতুন এ প্রতিবেদককে বলেন, ‘ভোটার হওয়ার পর থেকে একবারও ভোট দেওয়া বাদ যায়নি তার।তিনি বলেন, বয়স হয়েছে, শারীরিক নানা জটিলতায় বিছানা থেকে উঠতে পারি না। শরীরে আর আগের মতো শক্তি পাই না। বয়সের ভারে শরীর হেলে গেছে। ভোটের সময় শরীরে যতো সমস্যাই থাকুক সেই সমস্যা আর সমস্যা মনে হয় না। তাছাড়া শুনলাম এবার মেশিনে ভোট হবে,মেশিনে কিভাবে ভোট হবে তার বাস্তবটা দেখতেই শরীর হেলে পড়া অবস্থায় আসতে আসতে হেটে ভোট দিতে এলাম। আর এবারই প্রথম মেশিনের মাধ্যমে ভোট দিলাম।
তিনি আরও বলেন, তার তিন ছেলে দুই মেয়ের মধ্যে তিন ছেলেই মানুষিক প্রতিবন্ধী। বড় দুই ছেলে মারা গেছে, মানুষিক প্রতিবন্ধী হওয়ায় ছোট ছেলেও বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে বেড়ায়। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে ঢাকায় থাকে আর ছোট মেয়ে বাড়ির পাশেই বিয়ে হওয়ায় সেই একটু দেখাশুনা করে।
নির্বাচনে ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুনিল কুমার সেন(ভ্যান প্রতীক)) বলেন, ‘নির্বাচন হবে শোনার পর থেকেই ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি। তাই তিনি অসুস্থ থাকার পড়েও কুজো অবস্থায় প্রায় দুই কিলোমিটার একাই হেটে ভোট কেন্দ্রে আসলেন ভোট দিতে । আর এবার প্রথম মেশিনে ভোট দিতে পেরে তিনি খুবই খুশি।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পাটগ্রাম উপজেলার এই বাউরা ইউপিতে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে প্রতিটা কেন্দ্রে ইভিএম মেশিন দিয়ে ভোট গ্রহন চলছে।
উল্লেখ্য, বাউরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪জন প্রতিদন্দিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯শত নিরানব্বই জন।