আবহাওয়ার তথ্য সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিতের উপর জোর দিয়েছে সরকার। আবহাওয়ার পূর্বাভাসের সাথে আগামীতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে আবহাওয়ার তথ্য ব্যবহার করে জনগণের জান-মালকে সুরক্ষিত করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বুধবার রংপুর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে রংপুরে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দূর্যোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনারে বিজ্ঞানীরা এতথ্য জানান।
সেমিনাওে বলা হয়, রংপুর থেকে প্রায় ৪’শ কিলোমিটার দূরের ঝড় ও আগাম বন্যার তথ্য সরবরাহ করছে আবহাওয়া অফিস। বর্তমানে আবহাওয়ার তথ্যকে অধিকতর ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার।
আবহাওয়া অফিসের তথ্যের মাধ্যমে বর্ষাকালে বৃষ্টির স্থায়ীত্ব, পরিমান নিরুপণ করে এডিস মশার বংশ বিস্তার প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, কলেরাসহ পানিবাহিত রোগ মোকাবেলায় করনীয় নির্ধারণ, বৃষ্টিপাত কিংবা আবহাওয়ার প্রকৃতি দেখে বিদ্যুৎ উৎপাদন, আবহাওয়ার তথ্যের মাধ্যমে সেচ সাশ্রয় করে ধান রোপন, ফসল উত্তোলন, শীতের তীব্রতা দেখে ফসলের চিকিৎসা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সেমিনারে বজ্রপাত থেকে রক্ষায় প্রতিটি এলাকায় বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন ও তালগাছ রোপের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
আবহাওয়া তথ্য সেবা ও আগামা সতর্কবানী পদ্ধতি জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে এ সেমিনারে অংশ নেন, প্রশাসন, কৃষি, পরিবেশ বিভাগের উর্ধ্বতন
কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক সানাউল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসিব আহসান। বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী। বাংলাদেশের জলবায়ুর উপর মাল্টিমিডিয়া উপস্থাপন করেন, আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানী ড. মোঃ শামীম হোসাইন ভ‚ঞা।