Top

গোপালগঞ্জ পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

১৬ জুন, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
গোপালগঞ্জ পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। বুধবার (১৫ জুন) রাতে জেলা রিটারনিং কর্মকর্তা মো: হাবিবুর রহমান তাদের বেসরকারীভাবে বিজয়ী বলে ঘোষনা দেন।

গোপালগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা।
১নং ওয়ার্ড : জোবায়ের ইসলাম ঝন্টু পানির বোতল প্রতীক নিয়ে ১ হাজার ৪৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: শামীম খান টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৭৯৪ ভোট।

২নং ওয়ার্ড : মো: আলিমুজ্জামান বিটু পানির বোতল প্রতীক নিয়ে ১ হাজার ২৯১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিপন মোল্যা পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৯৮২ ভোট।

৩নং ওয়ার্ড : রাশেদ মোহাম্মদ উটপাখি প্রতীক নিয়ে ১ হাজার ৩৭৫ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সহিদুল ইসলাম পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৯৪৩ ভোট।

৪নং ওয়ার্ড : রনি হোসেন টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে ৭৩৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোমান মোল্যা পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৬৪৮ ভোট।

৫নং ওয়ার্ড : খায়রুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতিক নিয়ে ১ হাজার ১৯৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদুল ইসলাম পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ৭৩৭ ভোট।

৬নং ওয়ার্ড : আব্দুল জলিল খান পানির বোতল প্রতীক নিয়ে ১ হাজার ৩৬৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: নুরুল আমিন শেখ উটপাখি প্রতীকে পেয়েছেন ১ হাজার ১০৪ ভোট।

৭নং ওয়ার্ড : শফিকুর রহমান শুক্তি টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে ১ হাজার ২৬৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জসিমউদ্দিন খান খসরু পানির বোতল প্রতীকে পেয়েছেন ৭১৫ ভোট।

৮নং ওয়ার্ড : এ ওয়ার্ডে একজন মাত্র প্রার্থী থাকায় এবাদুল হক পলাশ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

৯নং ওয়ার্ড : মো: নাজমুল হাসান ব্লাকবোর্ড প্রতীক নিয়ে ৭০৮ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনির মোল্যা ব্রীজ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট।

১০নং ওয়ার্ড : শেখ রাশেদ আহম্মেদ পাঞ্জাবি প্রতীক নিয়ে ৭৯৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আনোয়ারুল হক ব্রীজ প্রতীকে পেয়েছেন ৫০০ ভোট।

১১নং ওয়ার্ড : মো: কাজী রিয়াজুল ইসলাম পানির বোতল প্রতীক নিয়ে ১ হাজার ৩৯২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহাবুব আলী সোহেল পাঞ্জাবি প্রতিকে পেয়েছেন ৭০৩ ভোট।

১২নং ওয়ার্ড : আল আমিন পানির বোতল প্রতিক নিয়ে ১ হাজার ৯৫৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জানে আলম সিকদার পাঞ্জাবি প্রতীকে পেয়েছেন ৩০৫ ভোট।

১৩নং ওয়ার্ড : মো: আল আমিন সিকদার (কুটু) পানির বোতল প্রতীক নিয়ে ১ হাজার ৪০০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদুর রহমান উটপাখি প্রতীকে পেয়েছেন ৫৮৯ ভোট।

১৪নং ওয়ার্ড : শরিফুল ইসলাম পানির বোতল প্রতীক নিয়ে ১ হাজার ৪৪২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন।

১৫নং ওয়ার্ড : নিয়ামুল হাসান পানির বোতল প্রতীক নিয়ে ১ হাজার ৪১৫ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন।

সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন যারা :

সংরক্ষিত ১নং ওয়ার্ড : আমেনা খানম টেলিফোন প্রতীক নিয়ে ৩ হাজার ১৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দীপালি বালা অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫৫ ভোট।

সংরক্ষিত ২নং ওয়ার্ড : মাহফুজা আক্তার লিপি চশমা প্রতীক নিয়ে ১ হাজার ৬৪৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লতিকা মন্ডল টেলিফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৮৪ ভোট।

সংরক্ষিত ৩নং ওয়ার্ড : খাদিজা পারভীন চশমা প্রতীক নিয়ে ২ হাজার ৫৬৫ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিমা আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৯০ ভোট।

সংরক্ষিত ৪নং ওয়ার্ড : নাজনীন বেগম আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ১২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সায়েদা আক্তার পাপিয়া চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১১ ভোট।

সংরক্ষিত ৫নং ওয়ার্ড : আছিয়া বেগম অটোরিক্সা প্রতীক নিয়ে ২ হাজার ৩৮৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লিমা বেগম আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩১২ ভোট।

শেয়ার