Top
সর্বশেষ

সিরাজগঞ্জের দুই ইউপি নির্বাচনে নৌকার বিজয়

১৬ জুন, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জের দুই ইউপি নির্বাচনে নৌকার বিজয়
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) সকাল থেকে সবগুলো কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ভোট গননার পর স্ব-স্ব রিটার্নিং অফিসার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে জহুরুল হাসান নান্নু ১০ হাজার ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৬১ ভোট। এদিকে শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে লুৎফর রহমান ৯ হাজার ৫৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুবেল রানা আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৩ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার দুই ইউপি’র মোট ২৫টি কেন্দ্রে সকাল থেকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শেয়ার