Top

কুষ্টিয়ায় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু

১৭ জুন, ২০২২ ১:৪২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার খোকসায় ট্রাক চাপায় ইমরান (২৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) কুষ্টিয়ার খোকসার বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এঘটনা ঘটে। এসময় ভ্যানে থাকা তিন যাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান।

নিহত ভ্যানচালক ইমরান খোকসা উপজেলার গোপগ্রামের মঈন উদ্দিনের ছেলে। গুরুতর আহতরা হলেন খোকসা পৌর এলাকার কমলাপুরের নুরজাহান বেগম (৫০), রত্না বিশ্বাস (৩৫) ও রেখা রানী (৩০)।নিহতের, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা বালি বোঝায় ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৩৪২২) এসে ব্যাটারিচালিত পাখিভ্যানের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ইমরানের মৃত্যু হয়। এসময় তিন ভ্যান যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের আহত নুরজাহান বেগমের বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ ঘটনার পর খোকসা বাসস্ট্যান্ডের কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে দুপুর ৩ টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রমা মুখার্জি জানান, গুরুতর আহত নুরজাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, দুপুরে খোকসা বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় স্থানীয়রা সড়ক অবরোধ করলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে আমরা গিয়ে বিক্ষোবকারীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করি। পরে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ এসে ভ্যানচালকের মরদেহ ও ঘাতক ট্রাক নিয়ে গেছে। এই ঘটনায় হাইওয়ে থানা পুলিশ বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার