Top
সর্বশেষ

কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ দফা দাবীতে বিভিন্ন কর্মসূচি

১৮ জানুয়ারি, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ দফা দাবীতে বিভিন্ন কর্মসূচি
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে ৪ দফা দাবীতে প্রতিবাদ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটে’র সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকালে পলিটেকনিক থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট ঘোষপাড়ায় রাস্তা অবরোধ করে সমাবেশ করে। সেখানে ঘন্টাখানিক অবরোধের পর কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাখানিক মানববন্ধন করে।

এসময় সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ৪ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো: কোভিডের কারণে ১ বছর লস, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করা। শর্ট সিলেবাসে পরীক্ষা গ্রহন করা। সকল অতিরিক্ত ফি ও প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি প্রত্যাহার। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করা।

সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিকের ৬ষ্ঠ বর্ষ কনস্ট্রকশনের শিক্ষার্থী মাহফুজার রহমান, কিশোর রায় ও রাব্বি। ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে আর্কেটিকচারের ঝিনুক, জীবন, আতিকুর ও কম্পিউটারের ইরা, ২য় বর্ষের কম্পিউটারের ফাতেমা, টিএসসি’র ২য় বর্ষ ইলেকট্রিক্যালের আশিকুর প্রমুখ।

শেয়ার