Top
সর্বশেষ

চিলমারীতে বন্যার পানির অবনতি

১৮ জুন, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
চিলমারীতে বন্যার পানির অবনতি
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা প্রবল বর্ষণে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল সমুহের প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।তলিয়ে গেছে শত-শত একর জমির পাটসহ বিভিন্ন ফসল।পানি বৃদ্ধির ফলে অষ্টমীরচর ইউনিয়নে গত কয়েক দিনের নদী ভাঙ্গনে ২০-২৫ টি পরিবার নদী গর্ভে বিলিন হওয়াসহ প্রায় ১০০টি পরিবার হুমকির মুখে রয়েছে।

সূত্র বলছে, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার নিম্নাঞ্চলসমুহ প্লাবিত হয়ে পড়েছে। এছাড়াও অষ্টমীরচর ইউনিয়নের খোর্দ বাশপাতার,খামারবাশপাতার, ছালিপাড়া,চরমুদাফৎ কালিকাপুর ও নটার কান্দি এলাকাসমুহের প্রায় ১ হজার পরিবার,নয়ারহাট ইউনিয়নের বজরা দিয়ারখাতা, নাইয়ারচর,উত্তর খাউরিয়া পশ্চিমপাড়া ও খেরুয়া নতুন গ্রাম এলাকা সমুহের প্রায় ৩ শতাধিক পরিবার, রমনা ইউনিয়নের নতুনগ্রাম, ফকিরপাড়া, মিস্ত্রিপাড়া,নৌবন্দর এলাকাসমুহে প্রায় ২শ পরিবার, চিলমারী ইউনিয়নের ৩শ পরিবার এবং রাণীগঞ্জ ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রন বাধের পূর্বদিকে নয়াবস, মজারটারী, চড়েয়াপাড়া, বাগানবাড়ী, জকরিটারী, তেতুলকান্দি, মাঝিপাড়া এলাকাসমুহে প্রায় ৭শতাধিক পরিবার মিলে মোট প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়াও চরাঞ্চলসমুহের শতশত একর জমির পাঠসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এদিকে অষ্টমীরচর ইউনিয়নের চর মুদাফৎকালিকাপুর এলাকায় ১৫-২০টি বাড়ী নদী গর্ভে বিলিন হয়ে গেছে এবং হুমকির মুখে রয়েছে প্রায় ৩০টি বাড়ী। নয়ারহাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, নদী ভাঙ্গন ও বন্যা কবলিত লোকজনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে। বন্যার্তদের সাহায্য অত্যন্ত জরুরী তাই এ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যহত রয়েছে। পাউবো ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টের গেজ রিডার জোবায়ের হোসেন জনি বলেন, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদে পানি বিপদসীমার ২২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি মানুষের মাঝে এখন পর্যন্ত সরকারী কিংবা বে-সরকারীভাবে কোন সাহায্য দেয়া হয়নি।

উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস বলেন, চিলমারী উপজেলায় নিম্নাঞ্চলে পাট,বীজতলা,শাকসবজি,আউশধান সহ ৬৫০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সবসময় খোঁজ খবর রাখা হচ্ছে। বন্যাকবলিত এলাকা গুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

শেয়ার