Top

কেশবপুরে বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১৮ জুন, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
কেশবপুরে বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে শনিবার সকালে ধার্য্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের হাসপাতাল সড়কের পোস্ট অফিসের সামনে আলিশা কর্পোরেশনে ধার্য্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে ঢেউটিন বিক্রি করায় অভিযান পরিচালনা করা হয়।

ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জাকির হোসেনকে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ১০ হাজার টাকা জরিমানা করেন।

 

শেয়ার