Top

বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের শ্রদ্ধা

১৯ জুন, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মুকসুদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।

আজ রবিবার (১৯ জুন) দুপুরে মুকসুদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আশ্রাফুল আলম শিমুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করে কাউন্সিলরবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে স্বাক্ষর করে নব নির্বাচিত মেয়র।

এসময় সংরক্ষিত নারী কাউন্সিলর রিয়া রহমান, তাসলিমা আক্তার, আফরোজা বেগম, কাউন্সিলর কাজল শেখ, শরীফুল ইসলাম আমির, নিয়ামত খান, বিল্লাল মোল্যা, জাকির শেখ, জাহিদ মোল্যা, আনোয়ার হোসেন মুন্সি, খবির উদ্দিন মুন্সী ও নূর আসাদ মৃধাসহ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন অনুষ্ঠিত মুকসুদপুর পৌরসভা নির্কাচনে বিপুল ভোটে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশ্রাফুল আলম শিমুল মেয়র নির্বাচিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো: অতিকুর রহমান মিয়ার জামাতন বাজয়াপ্ত হয়।

শেয়ার