Top

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৯ জুন, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি
জামালপুর প্রতিনিধি :

জামালপুরে যমুনা ও ব্রম্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে জেলার মেলান্দহ, সরিষাবাড়ি,দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১৩ সেঃমিঃ বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৪ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।সেই সাথে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি সড়কের মন্ডলপাড়া এলাকার পানির তোরে রাস্তাটি ধ্বসে উপজেলার সাথে খোলাবাড়ি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত জেলায় ৫০৬ হেক্টর জমির আউশ ধান,পাট,মরিচ এবং সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত ১০০ মেট্রিক টন চাল এবং নগদ ২ ‘ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

শেয়ার