নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ভবনের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী প্রমূখ।
এসময় ইপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল, শিক্ষা অফিসার ছায়েদুর রহমান, ইঞ্জিনিয়ার শৈলেন্দ্রনাথ সাহা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, শেখ হানিফ, নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ।
সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, নড়াইলকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন চিত্রশিল্পী এস এম সুলতান। এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় এমপিও ভূক্ত করার জন্য নড়াইলবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা এলাকার উন্নয়নের জন্য দির্ঘদিন অপেক্ষা করেছেন । আমি নির্বাচিত হওয়ার পর মহামারি করোনার কারনে সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। নড়াইলের উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে আমাকে আরো কিছু দিন সময় দিন কাঙ্খিত উন্নয়ন হবে ইনশা আল্লাহ।
এর আগে ভবনের উদ্বোধন করে বিশেষ মোনাজাতে অংশ গ্রহন করেন অতিথিবৃন্দ। আলোচনাসভা শেষে শিশু বিনোদন কেন্দ্র ঘুরে দেখেন মাশরাফি। এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় ভবনের নির্মান ব্যায় হয়েছে ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা।