Top

কুষ্টিয়ায় পদ্মা-গড়াই নদীতে পানি বাড়ছে

২০ জুন, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পদ্মা-গড়াই নদীতে পানি বাড়ছে
কুষ্টিয়া প্রতিনিধি :

উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। গত একসপ্তাহ ধরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পানি। সোমবার (২০ জুন) সকালে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯৭ সেন্টিমিটার এবং গড়াই রেল ব্রিজ পয়েন্টে পদ্মার প্রধান শাখা গড়াই নদীতে রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯৭ সেন্টিমিটার।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ।

এদিকে পদ্মা ও গড়াই নদীতে পানি বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ নদ-নদীতেও পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে জেলার চরাঞ্চলের মানুষের মাঝে বন্যা ও ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। তবে কোথাও বন্যার পরিস্থিতি তৈরি হয়নি। এ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৯ জুন) পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহ ছিলো ৮ দশমিক ৭৪ মিটার। আজ সোমবার সকাল ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৩ মিটার। এই পয়েন্টে বিপৎসীমা হলো ১৪ দশমিক ২৫ মিটার। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। কোথাও বন্যার পরিস্থিতি তৈরি হয়নি।

পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে আরও জানা গেছে, পদ্মার প্রধান শাখা গড়াই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে সোমবার পানি প্রবাহিত হচ্ছে ৭ দশমিক ৯৭ মিটার উচ্চতায়। যা গতকালের চেয়ে ২৭ সেন্টিমিটার বেশি। এই পয়েন্ট বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার। গত এক সপ্তাহ ধরে পদ্মা ও গড়াই নদীতে পানি বাড়ছে। আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল হামিদ বলেন, কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরে পানি বাড়ছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে আগামীতে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। তবে ভাঙনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড।

তিনি আরও বলেন, বর্ষাকালে পানি বাড়তে থাকে এটাই স্বাভাবিক। কিন্তু গত একসপ্তাহ ধরে উজান থেকে হঠাৎ করে পানি বেশি আসা শুরু হয়েছে। যদিও বিপৎসীমার বেশ নিচে প্রবাহ রয়েছে। বন্যার পরিস্থিতি সৃষ্টি হলে করণীয় সব প্রস্তুতি নেয়া আছে। আতঙ্কের কিছু নেই। বাঁধগুলোও নিরাপদ আছে।

শেয়ার