Top

সিরাজগঞ্জে যমুনায় পানি বিপদসীমার ৫৪ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত

২১ জুন, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনায় পানি বিপদসীমার ৫৪ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত
এস.এম.মাসুদ রানা,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে ৩ দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (২১ জুন) সকালের রেকর্ড অনুযায়ী গত ২৪ ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে ও কাজিপুর পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করায় যমুনা তীরবর্তী ৫ উপজেলার চরাঞ্চলসহ উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার চলনবিল এলাকার নিন্মাঞ্চল বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

যমুনা ও সিরাজগঞ্জের অভ্যান্তরীণ নদ-নদীর পানিও অস্বাভাবিক ভাবে বৃদ্ধি অব্যাহত থাকায় আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে কাজিপুর, সিরাজগঞ্জ, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের বিস্তীর্ণ চরাঞ্চলের আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ও পড়ছে অনেক মানুষ। এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলছেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ প্রতিবছরই এদেশে কমবেশী বন্যা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বর্তমানে বন্যা চলছে। তবে সিরাজগঞ্জে বন্যা এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে আশঙ্কাজনক তেমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি। আগামী ২/৩ দিন পানি বাড়লেও আশংকার তেমন কিছু নেই এরপর হয়তো পানি কমে যাবে বলে জানান তিনি।

দী তীরবর্তী বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হওয়ায় চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরসহ ভাঙ্গন কবলিত স্থানে ভাঙ্গন রোধে বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজর রাখা হচ্ছে বলেন তিনি।

 

বিপি/ আইএইচ

শেয়ার