Top

চিলমারীতে ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি স্থিতিশীল

২১ জুন, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
চিলমারীতে ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি স্থিতিশীল
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্থিতিশীল রয়েছে। তবে এখনো বন্যার পানি বিপদসীমার ৫২ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে গতকাল রোববার সন্ধ্যা ৬ টায় বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ১১ সেমি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫২ সেমি ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পানি বৃদ্ধি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পাউবো।

এদিকে আজ বিকেলে উপজেলার নয়ারহাট ও অষ্টমীরচর ইউনিয়নে পানি বন্দী ৯০টি পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, অষ্টমীর চর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমূখ।

শেয়ার