Top
সর্বশেষ

সিরাজগঞ্জে গলায় দড়ি দিয়ে কৃষকের আত্মহত্যা

২১ জুন, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে গলায় দড়ি দিয়ে কৃষকের আত্মহত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদুপর উপজেলার বৃ-আঙ্গারু মধ্যেপাড়া গ্রামে শুকুর আলী (৪৫) নামে এক কৃষক গলায় দড়ি দিয়ে আত্মহত্যাকরেছে। সে ওই গ্রামের মৃত রওশন সরকারের ছেলে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত শুকুর আলীর প্রথম স্ত্রী কয়েক বছর আগে মারা যায়। পরবর্তীতে সে মঞ্জু বেগম (৪২) নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করে। সাংসরিক জীবনে আর্থিক সংকট ও মানসিক অশান্তিতে ভুগছিল শুকুর আলী। সোমবার সকালে তার স্ত্রী প্রথম পক্ষের ছেলের বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে রাতে ওই কৃষক নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে। মঙ্গলবার পুলিশে খবর দেয়া হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার