Top
সর্বশেষ

উলিপুরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, খাবার সংকটে বানভাসিরা

২৩ জুন, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
উলিপুরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, খাবার সংকটে বানভাসিরা
রোকন মিয়া,উলিপুর (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের উলিপুরে অব্যাহত বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বিপাকে পড়েছেন মানুষজন। ধীরে ধীরে পানি কমলেও পানিবন্দি মানুষ চরম দুভোর্গে আছেন। ফসলি জমি, গবাদি পশু ও মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।প্রায় ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি এখনো বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি, কামারটালী, হাতিয়া ভবেশ, নীলকন্ঠ, বাবুর চর, গাবুরজান, বুড়াবুড়ী ইউনিয়নের চর কলাকাটা, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নন বিভিন্ন চরে গিয়ে দেখা গেছে ব্রহ্মপুত্র ও ধরলার তীরবর্তী ও চরের বাড়ি-ঘরে বন্যার পানি উঠেছে। ত্রাণ অপ্রতুল হওয়ায় বন্যা কবলিত পরিবার গুলোতে খাদ্য সংকট দেখা দিয়েছে। সেই সাথে শিশু খাদ্য ও গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। তবে মায়েরা তাদের শিশু সন্তানকে নিয়ে মহা বিপাকে পড়েছে।

হাতিয়া ইউনিয়নের নীলকন্ঠ গ্রামের বন্যা কবলিত হাসিনা বেগম(৪০) জানান, বন্যা শুরু হওয়ার এক সপ্তাহ হয়। ত্রাণ দেয়া তো দূরের কথা এখন পর্যন্ত কোন মেম্বার চেয়ারম্যান আমাদের দেখতে পর্যন্ত আসে নাই। একই কথা জানালেন আব্দুল হোসেন, ইছিমন বেগম (৫৫), মল্লিকা বেগম (৬০) ও মঞ্জিল বেগম (২৫)।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্র জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদী বেষ্টিত ৮টি ইউনিয়ন বন্যার পানি ওঠে। ফলে ৫২ হাজার ১৮৮ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের হচ্ছে ৭৯ হাজার।

বন্যা কবলিত ওই ৮ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জিআর ৫০ মেট্রিক টন চাল, নগদ ২লাখ টাকা, শিশু খাদ্যের জন্য ৩ লাখ ৫০ হাজার, গো-খাদ্য খাদ্যের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা ও ১’শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ করা হচ্ছে এবং নতুন করে আরও বরাদ্দের চাহিদা পাঠানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র বেষ্টিত ৪টি বন্যা কবলিত ইউনিয়নের ৫৮টি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি ওঠায় পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ১৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে পানি ওঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানানো হয়েছে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ পর্যন্ত জলাবদ্ধতা এবং বন্যা কবলিত হয়ে ৫৫৫ হেক্টর জমির ফসল, বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপন করা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি জনিত কারণে ১৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিম বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা দেয়ার কাজ শুরু করেছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৫০টি পুকুরের প্রায় ১০ মেট্রিক টন মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে ১৪ লাখ ১০হাজার টাকা।

শেয়ার