Top

বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে ২ব্যক্তির মৃত্যু

২৩ জুন, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে ২ব্যক্তির মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মাছ ধরতে গিয়ে সুকর চাকমা (৩২) ও চিরজ্যোতি চাকমা (৪২) নামের দুই ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (২৩জুন) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন- বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) রোমানা আক্তার।

ইউএনও বলেন- বুধবার বিকেলে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকার সুকর চাকমা কাচালং নদীতে মাছ ধরতে নামলে নদীর স্রোতে তিনি ডুবে যান।

অপরদিকে রূপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকার চিরজ্যোতি চাকমা কাচালং নদীতে মাছ ধরতে নেমে তিনিও নদীর স্রোতে ডুবে যান। পৃথক দু’টি স্থানে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি।

অবশেষে বৃহস্পতিবার সকালে রূপকারী ইউনিয়নের বিজয় ঘাট এলাকায় সুকর চাকমার মরদেহ এবং গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থায় নদীতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহ দু’টি নদী থেকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

শেয়ার