Top
সর্বশেষ

সিরাজগঞ্জে চরাঞ্চলের বানভাসি মানুষের মাঝে চাল বিতরণ

২৪ জুন, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে চরাঞ্চলের বানভাসি মানুষের মাঝে চাল বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলের বানভাসি ৫’শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার প্রায় দিনভর সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ রিয়াজ উদ্দিন কাওয়াকোলা ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে এ চাল বিতরণ করেন। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান মুন্সী, আ’লীগ নেতা সৈয়দ বেলাল হোসেন ও ইউপি মেম্বারসহ স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওই ইউপি চেয়ারম্যান বলেন, চলতি বন্যায় কাওয়াকোলা ইউনিয়নের সবকয়টি গ্রাম বন্যা কবলিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেয়া খয়রাতির ৫ মেঃট্রন চাল বানভাসি ৫’শ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে এবং আরো ত্রাণ সামগ্রীর প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার