পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে এসে শেষ হয়।
র্যালিতে প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপেিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি (ভারপ্রাপ্ত) শাহ আবিদ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামূল আলমসহ প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।