Top
সর্বশেষ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও আওয়ামীলীগের আনন্দ র‍্যালী

২৫ জুন, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও আওয়ামীলীগের আনন্দ র‍্যালী
সিরাজগঞ্জ প্রতিনিধি :

স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসনের কালেক্টরেট ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালী শুরু হয়ে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সময় সভা অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামীলীগ এস.এস. রোডস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বেরকরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়। আনন্দ র‌্যালীর নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. কে এম হোসেন আলী হাসান।

শেয়ার