মানিকগঞ্জে সর্বস্তরের মানুষ অংশগ্রহণের মধ্য দিয়ে ” আমার টাকার আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’ এ স্লোগান নিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে থেকে জেলা শহরেরে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে জেলা শহরের বিজয় মেলার মাঠে দুপুর পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে শোভাযাত্রায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খাঁন চৌধূরী, র্যাব-৪ এর লেফটেন্যান্ট কোম্পানি কোমান্ডার মো. আরিফ হোসেন, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।