কোভিড-১৯ সংক্রমণে পুরো পৃথিবী বিশাল এক ধাক্কা খেয়েছে। বিশ^ অর্থনীতিতে নেমেছে ধস। তারই ছায়া বাংলাদেশেও। সেটাই তুলে ধরলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি জানান, চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রাও অর্জিত হবে না। আগামী ২০২০-২১ অথর্বছরের জন্য এনবিআরের যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে সেটিও অর্জন করা সম্ভব হবে না।
চলতি অর্থবছরের জন্য এনবিআরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। সম্প্রতি এই লক্ষ্যমাত্রা কমিয়ে ৩ লাখ ৫০০ কোটি টাকা করা হয়। তবে ধারণা করা হচ্ছে, বছর শেষে অর্জিত হবে ২ লাখ ২০ হাজার কোটি টাকা।
সেই হিসেবে চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা থেকে এনবিআরের আদায় কমবে ১ লাখ ৫ হাজার ৬০০ কোটি টাকা। আর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে আদায় কমবে ৮০ হাজার ৫০০ কোটি টাকা।
যদি ১ জুলাই থেকে মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে তবুও দেশীয় ও আন্তর্জাতিক অর্থনীতির ওপর তার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব থাকবে। ফলে রাজস্ব আহরণের পথ সুগম না হলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।
উল্লেখ্য, দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাজস্ব আয় বেড়ে চলেছে প্রতিবছর। কিন্তু এবারই আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আয় কমতে যাচ্ছে।