Top

ঢাকা কাস্টম পাচ্ছে এনবিআরের ডব্লিউসিও সম্মাননা

১৯ জানুয়ারি, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
ঢাকা কাস্টম পাচ্ছে এনবিআরের ডব্লিউসিও সম্মাননা

দেশের আমদানি ও রফতানিভিত্তিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে সক্ষম হওয়ায় ঢাকা কাস্টম হাউসকে ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেয়া হবে। এনবিআরের দ্বিতীয় সচিব মো. শহিদুজ্জামান সরকার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের আমদানি–রফতানিভিত্তিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরিবিচ্ছিন্ন রাখতে ঢাকা কাস্টম হাউসের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন।

ট্রেড ফ্যাসিলেটেশনে কাস্টম হাউস, ঢাকার কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রাজস্ব বোর্ড আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কাস্টম হাউস ঢাকাকে ২০২১ সালের ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার