Top

বন্ধ কারখানা পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার

২৮ জুন, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
বন্ধ কারখানা পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার
আরজু সিদ্দিকী, মাগুরা :

সংসদ সদস্য. এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর বলেছেন, সরকার বন্ধ ঘোষিত কলকারখানা পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আজ মাগুরা সার্কিট হাউজে অনুষ্ঠিত বন্ধ ঘোষিত মাগুরা টেক্সটাইল মিল পুনরায় চালুর বিষয়ে বি টি এম সি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত এই কর্মশালায় বক্তৃতা করেন, পি এন্ড আই পির মহাপরিচালক আবুল বাশার, বি টি এম সি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, মাগুরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছির বাবলু। দিনব্যাপী অনুষ্টিত কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, স্বেচ্ছাসেবী প্রতিষ্টান ও বিভিন্ন শ্রেণী পেশার ১০০ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

বক্তাগন পরিত্যাক্ত মাগুরা টেক্সটাইল মিল পাবলিক প্রাইভেট পাটনারশীপ এর আওতায় প্রকল্প বাস্তবায়ন বিষয়ে গুরুত্বআরোপ করে যুগপযোগী শিল্প স্থাপন বিষয়ে আলোকপাত করেন।

শেয়ার