Top
সর্বশেষ

সিরাজগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত পরিষদের শপথ গ্রহন

২৯ জুন, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত পরিষদের শপথ গ্রহন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার সভা কক্ষে নব নির্বাচিত ওই কমিটির সদস্যদের শপথ বাক্যপাঠ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্যপাঠ করান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, প্যানেল মেয়র-১ নুরুল হক, প্যানেল মেয়র-২ রিয়াদ রহমান, প্যানেল মেয়র-৩ শিখা খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, নগর পরিকল্পনাবিদ কর্মকর্তা আনিসুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলম, স্যানিটারী ইন্সপেক্টর কাওছার আক্তার দেওয়ানসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

শেয়ার