Top

রাজস্থলীতে ১২২৪পরিবার পেল সোলার হোমসিস্টেম

৩০ জুন, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
রাজস্থলীতে ১২২৪পরিবার পেল সোলার হোমসিস্টেম
রাঙামাটি প্রতিনিধি :
 রাঙামাটির রাজস্থলী উপজেলায় ১২২৪পরিবারের মাঝে সোলার হোমসিস্টেম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে এসব সোলার বিতরণ করেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন, সদস্য বাস্তবায়ন হারুন অর রশীদ,  রাজস্থলী উপজেলার চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান  উসচিন মারমাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন- পার্বত্যাঞ্চলের দুর্গম বিদ্যুৎহীন এলাকায় ঘরে ঘরে বিদ্যু পৌছে দিতে সরকার কাজ করছে। শেখ হাসিনা সরকারের একটাই লক্ষ্য দেশে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা। তাই পাহাড়ের যেসব দুর্গম এলাকায় বিদ্যুতের লাইন পৌছানো সম্ভব নয় সেখানে সোলার হোম সিস্টেম বিতরণ করে বিদ্যুতায়ন এলাকা গড়ে তোলা হবে। কোন এলাকা আর অন্ধকার থাকবে না।
শেয়ার