Top

বগুড়ায় আবারও বাড়ছে যমুনার পানি

৩০ জুন, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
বগুড়ায় আবারও বাড়ছে যমুনার পানি
বগুড়া প্রতিনিধি :

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। বন্যার পানি বাড়ায় ফের শঙ্কিত হয়ে পড়েছেন বানবাসী মানুষেরা।

জানা যায়, গত ১৭ জুন শুক্রবার বিকাল ৬ টায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। পর্যায়ক্রমে ২১ জুন মঙ্গলবার যমুনা নদীর পানি বিপদসীমার সর্বোচ্চ ৬৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে বন্যা সৃষ্টি হয়ে ৮৪টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে যায়। প্রায় দেড় লাখ মানুষ বন্যার শিকার হন। ২২ জুুন থেকে বন্যার পানি কমতে থাকে। কয়েকদিন পানি কমে ২৮ জুন পর্যন্ত যমুনার পানি বিপদসীমার ৭৬ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর ২৯ জুন সকাল হতে পানি আবারো বাড়তে থাকে। ফলে সারাদিনে পানি বেড়ে বিপদসীমার ৬৭ সে. মি. নীচ দিয়ে প্রবাহিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৬.৩৫ মি. যা বিপদসীমার ৩৫ সে. মি. নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান বলেন, কিছুদিন কমার পর যমুনা নদীতে আবারো পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়লেও এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

শেয়ার